জঙ্গল সলিমপুরের ৯ বাসিন্দা আটক
পুলিশ-প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ৯ বাসিন্দা আটক হয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মুজাহিদুল ইসলাম। তিনি জানান, আটকদের সীতাকুণ্ড থানায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামও আটকের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুদিন আগে সলিমপুরের অধিবাসীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে রুম বুকিং করেছিলেন। পরে রিজারভেশন বাতিল করে কর্তৃপক্ষ। এরপর আজ তারা প্রেস ক্লাবে অবস্থান নিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর এলাকা থেকে জঙ্গল সলিমপুর গ্রামের আলিনগর এলাকার ৬৩ জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৩ আগস্ট উপজেলার ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জঙ্গল সলিমপুরের অনেক বাসিন্দার নামে মামলা হয়েছে। এ ছাড়া, বৃহস্পতিবার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ড থানায় আরও একটি মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতিতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। অভিযানের বিরুদ্ধে ঢাকায় গিয়ে তাদের মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল।
কেএম/আরএইচ