চট্টগ্রামে আওয়ামী লীগের জয়জয়কার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান সিকদার। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৮০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন শাহ ধানের শীষ নিয়ে পেয়েছেন ২৮৯ ভোট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রামের বারইয়ারহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম খোকন বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৮৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী দিদারুল আলম মিয়াজী পেয়েছেন ১৩১ ভোট। পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৮৫৫ জন।
বিজ্ঞাপন
মিরসরাই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় সমর্থনপ্রাপ্ত কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম নির্বাচিত হয়েছেন।
রাউজান পৌরসভায়ও আজই ভোটগ্রহণের কথা ছিল। মেয়র ও সাধারণ ওয়ার্ডের ১২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ পৌরসভায়।
এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুএকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিএনপির মেয়র প্রার্থীরা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেছেন।
বিজ্ঞাপন
কেএম/আরএইচ