টিকা নিলেন ৩১ লাখের বেশি মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গত ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া কর্মসূচিতে এ পর্যন্ত সারাদেশে মোট টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭৩৩ জনের।
রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন টিকা নেওয়া এক লাখ ২৫ হাজার ৭৫২ জনের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ জন, নারী ৫০ হাজার ৫৯৭ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন, নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলছে।
বিজ্ঞাপন
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন, ময়মনসিংহ বিভাগের আছেন এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগের আছেন তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগের আছেন দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগের আছেন তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগের আছেন এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগের আছেন এক লাখ ৯২ হাজার ৯১ জন।
ঢাকা শহরের ৫০টি এবং রাজধানীর বাইরে ১ হাজার ৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয়। তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান কিছু হাসপাতাল সারাদিন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখবে।
জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। টিকা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর হলো ১৬২৬৩, ৩৩৩ এবং ১০৬৫৫।
টিআই/জেডএস