বিস্কুট খাইয়ে প্রবাসীকে লুটের চেষ্টা, প্রতারক আটক
আটক প্রতারক মাসুদুল হক আপেল/ ছবি : ঢাকা পোস্ট
রাজধানীর গুলিস্তানে ভিক্টর পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রাসেল মিয়া (২৫) নামে এক প্রবাসী। এ ঘটনায় মাসুদুল হক আপেল (৫৬) নামে এক প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বাসের যাত্রীরা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় পুলিশ ওই প্রবাসীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।
বিজ্ঞাপন
উদ্ধার করে নিয়ে আসা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ঢাকা পোস্টকে বলেন, মো রাসেল মিয়া আবুধাবি প্রবাসী। আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। এরপর বাসে মাসুদুল হক আপেলের সঙ্গে তার বাসে পরিচয় হয়। এরপর তাকে ওই প্রতারক বিভিন্ন কথার ফাঁকে বিস্কুট ও পানি খাওয়ায়। পরে তিনি বাসেই অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি বাসের অন্য যাত্রীরা লক্ষ্য করেন। এরপর তার পকেটে হাত দিয়ে টাকা পয়সা মোবাইল নেওয়ার সময় হাতেনাতে যাত্রীরা তাকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। দুজনকেই আমরা ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলাম। ওই প্রবাসীকে পাকস্থলী ওয়াস দিয়ে নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, আমরা ওই প্রতারককে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে এসেছি। অজ্ঞান পার্টির খপ্পরে পাড়া ওই প্রবাসীর বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই থানার টাঙ্গর গ্রামে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি