এনবিআরে ৫৬ অতিরিক্ত সহকারী কর কমিশনারের পদোন্নতি/ফাইল ছবি

৫৬ জন অতিরিক্ত সহকারী কর কমিশনারকে সহকারী কর কমিশনার হিসাবে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা এখন থেকে বেতনস্কেলের ৯ম গ্রেডের সুবিধা ভোগ করবেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মামুনুর রশিদ, পার্থ সারথি মজুমদার, হেদায়েত আলী, মৃদুল কান্তি চৌধুরী, একেএম ইসমাইল হোসেন, আসম তৌহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সৈয়দ আনিছুর রহমান, মীর মো. আজম আলী, ফয়েজ আহমেদ, দীন বন্ধু হালদার, হাবিবুর রহমান মুন্সী, মঈনুল ইসলাম, আবদুর রশিদ, শচীন্দ্র নাথ সরকার, মাহফুজা খাতুন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আতাহার আলী খান, আবদুল মজিদ, নজরুল ইসলাম খাঁ, শেখ আলী হাসান, আফরোজা সুলতানা রীনা, ফরিদা ইয়াসমীন, নজরুল ইসলাম, মিলন কুমার মৌলিক, আক্কাছ আলী, জাহানারা বেগম, হেবজুল বারী খান, মুখলিছুর রহমান, সাইফুল ইসলাম, নুরুস সালাম, ফাতেমা বেগম, আজিজুল হক, নাজমুল ইসলাম ভূঞা, রুহুল আমিন, তাপস কান্তি বালা, মোখলেছুর রহমান, গৌর চন্দ্র দে, মোস্তফা জামান, নুরুল ইসলাম খান, কামরুজ্জামান মোহাম্মদ মিজানুর রহমান, জহিরুল ইসলাম খান, সৈয়দ মোহাম্মদ হাবিব উল্যাহ, সামসুল আলম, কেশব লাল মল্লিক, মাহফুজা খানম, আবদুর রাজ্জাক, সাদিদুল ইসলাম, হোছাইন কাজী, সুলতান শাহরিয়া, শওকত আলী, শাহজাহান আলী, মুহম্মদ গিয়াস উদ্দিন, আসাদুজ্জামান তালুকদার ও মাহবুবুল ইসলাম।

আরএম/ওএফ