দেশের মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা খচিত’ এনআইডি কার্যক্রমের উদ্বোধন করে গিয়েছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। কিন্তু হুদা কমিশন বিদায়ের পর এ কার্যক্রম বন্ধ রাখে নির্বাচন কমিশন (ইসি)। বন্ধ থাকা এই কার্যক্রমটি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে মঙ্গলবার (১৫ নভেম্বর) বৈঠক করবে ইসি। ইসির সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। 

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল ১৫ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করা হয়েছে। ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বিগত কে এম নূরুল হুদা কমিশন বিশেষভাবে এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিদায়ের আগ মুহূর্তে তারা এটি উদ্বোধনও করে যান। তবে পরবর্তীতে কার্যক্রমটি আর গতি পায়নি।


এসআর/এমএ