চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পাকিস্তানি শোষকের হাত থেকে স্বাধীনতা অর্জনের বীজ বপন করতে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। পরবর্তীতে চূড়ান্ত বিজয় অর্জনে যা অসামান্য ভূমিকা রাখে।

রোববার (৭ মার্চ) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে চসিক আয়োজিত আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের প্রতিটি বাক্য যদি পর্যালোচনা করি তাহলে দেখি এই ভাষণ একটি নিরস্ত্র জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল। 

চসিকের প্রধান নির্বাহী মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর জহুল লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লবসহ সিটি কর্পোরেশন কর্মকর্তারা।

সভার আগে সকালে চসিকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্প২ণ করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী ।

এদিকে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ঐতিহাসিক ৭ মার্চের পটভূমি ও রাজনৈতিক গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধুমাত্র বাঙালির মুক্তির সনদ নয়, এটি বিশ্বের যেকোনো নিপীড়িত মানুষের মুক্তির কথা বলে। এই ভাষণে বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী রাজনৈতিক প্রজ্ঞার প্রতিফলন ঘটেছে। বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। ৭ মার্চের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।’

চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ।

এদিকে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন, সিভিল সার্জনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেএম/ওএফ