প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধওয়ান। রোববার (৭ মার্চ) বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই বন্ধুপ্রতীম রাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক জোরদার ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। দুই দেশের মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া অভিন্ন ও পারস্পরিক স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিংয়ের মানদণ্ড নির্ধারণ এবং স্বীকৃতিসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাজারে বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান দেশে ব্যবসা সহজীকরণ ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা ভারতীয় বাণিজ্য সচিবকে অভিহিত করেন। একইসঙ্গে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টা ও আন্তরিকতার কথা স্মরণ করেন।

দুই দেশের ব্যবসায়ীদের সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।ভারতের বাণিজ্য সচিব দুই দেশের বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বাণিজ্য উন্নয়নে উপদেষ্টার সমর্থন প্রত্যাশা করেন।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী দুই দেশের মধ্যে কানেক্টিভিটি ও যোগাযোগ বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি তিনি ভারত ও বাংলাদেশের খাত-ভিত্তিক ব্যবসায়ীদের নিয়ে দুই দেশেই বাণিজ্য সভা ও সম্মেলন আয়োজনের প্রস্তুতি সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

এনআই/ওএফ