অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। 

সোমবার (০৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এই মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও আদেশে জানানো হয়।

২০২০ সালের ২৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। যা ৪ ফেব্রুয়ারি ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে সে সময় বলা হয়।

অতিরিক্ত আইজিপি মাহবুব বিসিএস (পুলিশ) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখা-এসবিতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে ছিলেন।

এসএইচআর/জেডএস