স্মার্ট সিটি গড়তে প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় করতে পারে স্পেন
ডিএসসিসি এলাকার উত্তরাংশে একটি পরিকল্পিত নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে স্মার্ট সিটি গড়ে তুলতে স্পেন প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় করতে পারে বলে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজকে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৯ মার্চ) নগর ভবনের মেয়র কার্যালয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপসের সাথে স্পেনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে এলে আলাপকালে ফজলে নূর তাপস তাকে এসব কথা বলেন। স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ মেয়রকে বলেন, স্পেন বাংলাদেশের চতুর্থ বৃহৎ গার্মমেন্টস পণ্যের বাজার। বাংলাদেশের সঙ্গে স্পেনের ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়াতে ইতোমধ্যে স্পেন বাংলাদেশ চেম্বার স্পে কমার্স প্রতিষ্ঠা করা হয়েছে।
বিজ্ঞাপন
স্পেনের রাষ্ট্রদূত ঢাকা মহানগরীতে উন্নত পরিবহন ব্যবস্থাপনা (অ্যাডভান্সড আরবান ট্রাফিক ম্যানেজমেন্ট), পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং স্মার্ট সিটি বাস্তবায়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার প্রস্তাব দেন।জবাবে তাপস রাষ্ট্রদূত বেনিতেজকে ধন্যবাদ জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও অন্যান্য অনুষঙ্গ বিশেষত কম্প্যাক্টর, যান-যন্ত্রপাতি ইত্যাদি খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, বুড়িগঙ্গার তীরে কামরাঙ্গীরচরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে আমাদের একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ৫০তলা বিশিষ্ট অত্যাধুনিক এই ভবনে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে।
বিজ্ঞাপন
উন্নত ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএসসিসি মেয়র স্পেনের অভিজ্ঞতা জানতে চান রাষ্ট্রদূতের কাছে। এছাড়াও তিনি বলেন, ডিএসসিসির আওতাধীন এলাকায় জলাশয় ও খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করা এবং সেগুলো ঘিরে নান্দনিক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে স্পেনের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।
বৈঠকে ডিএসসিসি মেয়র রাষ্ট্রদূতকে তার সহকর্মীদের নিয়ে দক্ষিণ সিটির আওতাধীন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ জানালে স্পেনের রাষ্ট্রদূত মেয়রকে ধন্যবাদ জানিয়ে তাতে সম্মতি জ্ঞাপন করেন। বৈঠকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী উপস্থিত ছিলেন।
এএসএস/এনএফ