রেড ক্রিসেন্টের ৫০তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৫০তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটি জানায়, বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের প্রস্তাবিত বাজেট, ৪৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব.) বলেন, দুর্যোগ ঝুঁকি কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনায় বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে রোল মডেল হিসেবে সারাবিশ্বে সমাদৃত। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তারই একটি অংশ।
স্বাগত বক্তব্য দেন সোসাইটির কোষাধ্যক্ষ আবদুছ সালাম। এছাড়া সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান, আইসিআরসির প্রতিনিধি কাকলী রানী দাশ ও আইএফআরসির প্রতিনিধি সঞ্জীব কাফলে বক্তব্য দেন।
বিজ্ঞাপন
সভায় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, ৬৮টি ইউনিটের ডেলিগেটবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজ কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন দেশের রেড ক্রস ও রেড ক্রিসেন্ট জাতীয় সোসাইটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে, সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এনআই/এমএ