চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণের দায়ে ২০টি মামলায় ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের মহানগরের পরিচালক (উপ-সচিব) হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, শব্দদূষণের অভিযোগে বৃহস্পতিবার অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম। এ সময় বিভিন্ন গাড়ি থেকে অননুমোদিত হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরে এসব হর্ন ধ্বংস করা হয়। এ সময়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, হাছান আহম্মদ, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন, মো. মনির হোসেন, চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মোজ্জাম্মেল হক ও পুলিশের ৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

এমএ