দাখিলের খাতা মাদরাসা শিক্ষক দিয়েই মূল্যায়নের দাবি
প্রেসক্লাবে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার মানববন্ধন
দাখিল পরীক্ষার খাতা ভিন্ন ধারার শিক্ষকদের দিয়ে মূল্যায়নের সুপারিশ অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। শুক্রবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনে সংগঠনটি সংসদীয় কমিটির ‘মাদ্রাসা শিক্ষা-প্রতিষ্ঠানে অনেক শিক্ষকদের মধ্যে নিজেদের চাকরির স্বার্থে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা দেখা যায়’ এমন মন্তব্যের তীব্র নিন্দাও জানায়।
মানববন্ধনে নেতারা বলেন, বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের যথাযথ মূল্যায়নের জন্য মাদরাসা শিক্ষকরাই যথেষ্ট। মাদরাসায় যারা এসব বিষয়ে পড়ান, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি নিয়ে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগ পেয়েছেন। বিএসসি কিংবা এমএসসি ক্ষেত্র বিশেষ ইংরেজিতে অনার্স-মাস্টার্স পাশ করা শিক্ষকরাই মাদ্রাসায় গণিত ও ইংরেজির বিষয়গুলো পড়ান। হয়তো হাতেগোনা দুই একজন শিক্ষক নিয়ে সমস্যা হতে পারে।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, এ খোঁড়া অজুহাতে ভিন্ন ধারার শিক্ষকদের দিয়ে উল্লেখিত বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের সুপারিশ কেবল মাদ্রাসা শিক্ষকদের তাচ্ছিল্য করা ও একটি গোষ্ঠীর শিক্ষার প্রতি বিষোদগারের বহিঃপ্রকাশ মাত্র। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা ও সম্মান অক্ষুণ্ণ রেখে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রাথমিক ও মাধ্যমিকের মতো ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করুন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোস্তফা আল-মুজাহিদের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামি ঐক্য আন্দোলনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাবেক সহসভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল কাদির, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ জুনায়েদ প্রমুখ।
বিজ্ঞাপন
এমটি/এমএইচএস