পুলিশকে গ্রীষ্মকালীন পোশাক পরার নির্দেশনা
পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফ হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে এ নির্দেশ কার্যকর হবে। বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের আবহাওয়ায় শীত অনুভূত না হওয়ায় এবং বিভিন্ন এলাকায় গরমের কারণে আগামী ১৬ মার্চ থেকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম পরার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশে, গত বছরের ৩ মার্চ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে ফুল স্লিভ শার্ট পরিধানের আদেশও বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
গত বছরের ১৬ মার্চ থেকে দেড় বছর পর পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক অর্থাৎ হাফ হাতা জামা পরতে যাচ্ছেন। ২০২০ সালের মার্চে গরম আসলে তাদের হাফ হাতা শার্ট পরার কথা থাকলেও করোনার সংক্রমণ রোধে ফুল হাতা শার্ট পরতে হয়েছে।
এমএসি/এমএইচএস
বিজ্ঞাপন