অনিয়মের অভিযোগে বাণিজ্য মেলায় অভিযান পরিচালনা করে দুই খাবার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাণিজ্য মেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। 

বাণিজ্য মেলার অভিযানে পুরান ঢাকার হাজী বিরিয়ানীকে ১০ হাজার টাকা ও ফুড বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ১টি অভিযোগ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক আতিয়া সুলতানা।

তিনি জানান, এর আগে  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অস্থায়ী কার্যালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জাফর উদ্দিন, পরিচালক ওবায়দুল আজম, সহকারী পরিচালক (তদন্ত) আসিফ আল আজাদ, সহকারী প্রোগ্রামার রিয়াদ আহমেদ প্রমুখ।

এএসএস/এমএ