কর্তব্য কাজে বাধা ও অশোভন আচরণের প্রতিবাদে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবিরের অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে ভিডিও ধারণের সময় ওসি কতৃক হেনস্তার অভিযোগ করেন এনটিভির চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার আরিছ আহমেদ ও চিত্র সাংবাদিক সুমন গোস্বামী। 

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বলেন, বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানের সময় ভিডিও ধারণ করছিলেন চিত্র সাংবাদিক সুমন গোস্বামী। এ সময় কোতোয়ালি থানার ওসি এসে ক্যামেরা কেড়ে নেয় এবং মেমোরি কার্ড খুলে ফেলেন। এরপর দ্রুত সরে না গেলে গ্রেপ্তারের হুমকি দেন।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি জাহিদুল কবির। তিনি বলেন, এরকম কোনো কিছু ঘটেনি। উনাকে বলা হয়েছিল সব সাংবাদিক একসঙ্গে এলে ভিডিও করার জন্য। এসময় উল্টো পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এমজে/এমজে