পালিয়ে বিয়ে করতে ধামরাই থেকে চট্টগ্রামে ৬ কিশোর-কিশোরী
বিয়ের আগেই পুলিশের হাতে ধরা পড়ে তারা/ ছবি- ঢাকা পোস্ট
পালিয়ে বিয়ে করতে ঢাকার ধামরাই থেকে চট্টগ্রামে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ছয় কিশোর-কিশোরী। বিয়ের পোশাক কেনা হলেও বিয়ে করার আগেই চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের হাতে ধরা পড়ে তারা।
শনিবার (১৩ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা ঢাকা পোস্টকে বলেন, আজ (শনিবার) দুপুরে ওই ছয় কিশোর-কিশোরীকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কিশোর-কিশোরীদের এলাকার মেম্বার উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হাওয়া তিন কিশোরের দুজন নবম শ্রেণির ছাত্র, আরেকজন অষ্টম শ্রেণিতে পড়ে। দুই কিশোরীর একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, আরেকজন পঞ্চম শ্রেণির। ছয় জনের মধ্যে পাঁচ জনের বাড়ি ধামরাই উপজেলার বড় কুশিরিয়া কাজিয়ারকুণ্ড গ্রামে। আরেকজনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তবে সে করোনাভাইরাস সংক্রমণে স্কুল ছুটি থাকায় কাজিয়ারকুণ্ডে খালার বাড়িতে থেকে টাইলস ফিটিংয়ের কাজ শিখছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বলেন, শুক্রবার (১২ মার্চ) রেলস্টেশনে সন্দেহজনকভাবে চলাফেরার সময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের দুজন নিজেদের স্বামী-স্ত্রী, অন্যরা বন্ধু-বান্ধবী পরিচয় দেয়। কথা সন্দেহজনক হওয়ায় তাদের থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানায়, এক বান্ধবীর বিয়ে ঠিক করে পরিবার। তা বাদ দিয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে পালিয়ে চট্টগ্রাম এসেছে।
বিজ্ঞাপন
নোবেল চাকমা আরও বলেন, যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তার বয়স ১২ বছর। ক্লাস ফাইভের ছাত্রী। সে যে ছেলেকে পছন্দ করে তার বয়স ১৫-১৬ বছর।
পুলিশ জানায়, এই ছয় কিশোর-কিশোরী নিজেদের পছন্দে বিয়ে করতে বাড়ি থেকে পালায়। তারা ধামরাই থেকে বৃহস্পতিবার (১১ মার্চ) প্রথমে ঢাকায় আসে। পরে রেলে করে শুক্রবার চট্টগ্রামে আসে। চট্টগ্রাম এসে দুজনের বিয়ের পোশাকও কিনেছিল তারা।
কেএম/এইচকে/এমএমজে