ঢাকায় নামতে পারছে না তিনটি ফ্লাইট
ঢাকায় হঠাৎ বৃষ্টি/ ছবি: সুমন শেখ
ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারছে না তিনটি ফ্লাইট। অবতরণের অপেক্ষায় বিমানবন্দরের চারপাশে দীর্ঘক্ষণ ধরে ঘুরছে এ প্লেনগুলো।
শনিবার (১৩ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল-হাসান। তিনি বলেন, বাতাসের গতি ৩০ কেটিএস থাকায় দুবাই থেকে আসা এমিরেটস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার বিমানবন্দরে নামতে পারছে না। আবহাওয়া স্বাভাবিক হলে এগুলোকে ঢাকায় নামার অনুমতি দেওয়া হবে।
বিজ্ঞাপন
এআর/এফআর
বিজ্ঞাপন