রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বয়ে গেছে বৃষ্টি। ঝড়ের গতিবেগ প্রথমে ঘণ্টায় ৫২ কিলোমিটার থাকলেও পরে তা বেড়ে ৬৫-তে পৌঁছায়। পাশাপাশি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।

শনিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যার পর বৃষ্টিপাতের পরিমাণসহ সারাদেশের অবস্থা জানা যাবে।

সন্ধ্যার পর এ আবহাওয়াবিদ বলেন, ঢাকায় ৩ মিলিমিটার, টাঙ্গাইলে ৮ মিলিমিটার, বগুড়ায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দিনাজপুর, রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

এদিকে ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারছে না তিনটি ফ্লাইট। অবতরণের অপেক্ষায় বিমানবন্দরের চারপাশে দীর্ঘক্ষণ থেকে ঘুরছে এ প্লেনগুলো।

এর আগে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

একে/জেডএস/এমএমজে