২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ড. আহমদ কায়কাউস
ড. আহমদ কায়কাউস
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী বছরের ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) তার অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে সরকার। এর একদিন পরই ৮৪ ব্যাচের এই কর্মকর্তার নতুন চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো।
গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আহমদ কায়কাউস।
বিজ্ঞাপন
তিনি ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন আহমদ কায়কাউস। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। গত বছরের ২৭ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ সচিব হন তিনি।
এনএম/জেডএস