খাবার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ল্যাম্প বাংলাদেশ। শনিবার (১৩ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ছিন্নমূল শিশুদের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এখনো ছিন্নমূল শিশুরা শিক্ষা থেকে অনেক দূরে রয়েছে। তারা পুষ্টিকর খাবারের অভাবে নানা রোগে ভুগছে। সমাজের অনগ্রসর এসব শিশুর মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়া ও পুষ্টিহীনতা দূরীকরণে নিরলসভাবে কাজ করছে ল্যাম্প বাংলাদেশ। নিয়মিত পাঠদান ও খাবার বিতরণের মাধ্যমে এসব শিশুদের আগামী দিনের জন্য গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আউয়াল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা  অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছি। নিয়মিত খাবার বিতরণ, পাঠদান, পরিবেশ রক্ষার আন্দোলনসহ অনেকগুলো কাজ করে আমাদের সংগঠন। করোনাতেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

খাবার বিতরণের সময় ল্যাম্প অ্যাম্বাসেডর জয়নাল আবেদিন, বোরহান উল হায়দার, এমএ আহাদ শাহীন, রাজিব, ফজলুল হক পাভেল উপস্থিত ছিলেন।

টিআই/আরএইচ