বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)  প্রকাশিত স্মরণিকা ‘অভ্রনীল’ ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। এই স্মরণিকাটি বাফওয়ার সার্বিক কর্মকাণ্ডের দর্পণ। এর মাধ্যমে বিমান বাহিনী সদস্যদের পরিবার এবং সন্তানদের মননশীলতা ও সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ ফুটে ওঠেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে বলা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) রাজধানীর শাহীন হলে এ স্মরণিকা উন্মোচন করেন বাফওয়ার সভানেত্রী ইয়াসমিন জামান। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং নারী দিবসের আবহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শেষ হয়।

এনএম/এসকেডি