প্রজাতন্ত্রের ৪ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা যায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন। আর ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে সচিব পদপর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাস, আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল।
 
অপর এক আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এসএইচআর/টিএম