রওশন এরশাদ/ফাইল ছবি

খ্রিস্টান ধর্মাবলম্বীসহ দেশের সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, যিশু খ্রিস্ট মানুষকে শান্তির বাণী ও ভালবাসার কথা শুনিয়েছেন। মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতেই তার জন্ম হয়েছিল।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেয়া এক বানীতে একথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ভাল কাজে উদ্বুদ্ধ করাই যিশু খ্রিস্টের জন্ম ও মৃত্যুর প্রকৃত তাৎপর্য।

বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িকতা, সহিংসতা আর ভেদাভেদ ভুলে শান্তির সুবাতাস সব মানুষের জীবনে ছড়িয়ে পড়বে এটাই বড়দিনের প্রত্যাশা। এ উৎসবের মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে বলেও আশা করেন তিনি।

এএইচআর/টিএম