হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর দারুস সালাম এলাকায় ৪০০ গ্রাম হিরোইনসহ মো. আবু বাক্কার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন এশিয়া হলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আবু বাক্কারের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন ধরে আবু বাক্কার দেশের বিভিন্নস্থান থেকে হিরোইন সংগ্রহ করে রাজধানীর দারুস সালামসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো।

আটক আবু বাক্কারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জেইউ/এমএইচএস