আগামী ১১ এপ্রিল (রোববার) সিলেট ও কুড়িগ্রামের দুটি উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

সোমবার (১৫ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে উপনির্বাচনের বিষয়ে জানায় ইসি।

ইসি জানায়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী আদেশ জারি করেছে। উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে জারি করা সব আদেশ, পরিপত্র এবং আইন ও বিধি অনুসরণ করে এই দুই উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

আদেশে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। সব ভোটারকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করে প্রচারণা, ভোটগ্রহণ ও নির্বাচনি অন্যান্য কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া এবং এর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন উপলক্ষে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রচার কাজে নিষেধাজ্ঞা আরোপ ও অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৮ অনুযায়ী নির্বাচন কমিশন এই উপনির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ইসি। এছাড়া চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও চিলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসআর/জেডএস