একের অধিক বা দ্বৈত ভোটারদের বিরুদ্ধে মামলা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামত চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু চিঠিতে কোনো সাড়া দেননি মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

রোববার (১৪ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেনের সই করা এক নথিতে ১৬ মার্চ এর মধ্যে মাঠ কর্মকর্তাদের মতামত দিতে নির্দেশ দিয়েছে ইসি।

এর আগে ২৩ ফেব্রুয়ারি ইসির মাসিক সমন্বয় সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, দ্বৈত ভোটার সংক্রান্ত গঠিত কমিটির সুপারিশ মোতাবেক দ্বৈত ভোটার হওয়ার যাবতীয় বিষয়গুলো যেমন- শাস্তির প্রয়োগ, দ্বৈত ভোটার হওয়া রোধে টেকনিক্যাল কার্যক্রম ও প্রচারণাসহ প্রাসঙ্গিক সব বিষয় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে গঠিত ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য ও প্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভায় উপস্থাপন করা হবে। কমিটির পরামর্শ অনুযায়ী দ্বৈত ভোটার হওয়া রোধে প্রচারণা ও মামলা দায়ের সংক্রান্ত কার্যক্রমের দিক নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠাতে হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য ও প্রযুক্তি প্রয়োগ কমিটি’র সুপারিশমালা মোতাবেক নির্বাচন কমিশন নীতিমালার অনুমোদনক্রমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। দ্বৈত ভোটার হওয়া রোধ ও মামলা দায়ের সংক্রান্ত বিষয়ে মাঠ পর্যায়ের কোনো সুপারিশ থাকলে তা আগামী ৩ মার্চের আগেই জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর পাঠাতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব ছিল এনআইডি মহাপরিচালক এবং সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ওপর।

এসআর/আরএইচ