৩৫ উপসচিবকে বদলি
সরকারের ৩৫ উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপপরিচালক পদে বদলি করা হয়েছে। আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসব কর্মকর্তার মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলায় কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)। বাকি একজন রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার। তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপপরিচালক করা হয়েছে।
বিজ্ঞাপন
বদলি হওয়া ৩৫ উপসচিবের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
অন্যদিকে ডা. মো. বিল্লাল আলমকে আগের চুক্তির একই শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/এনএফ