চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে ‘ডট গ্যাং’ নামে একটি গ্রুপের সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরের চকবাজার থানার নবাব সিরাজউদৌলা রোড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হোসাইনুল আমিন মিম (১৬), সামিউল ইসলাম (১৬), আহনাফ শাহরিয়ার (১৬), শরিফুল ইসলাম (১৬), শানিপ শাহীদ (১৬), মাশহাদ সিদ্দিকী (১৬) ও আবু তারেক (১৬)। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য স্কুলের দশম শ্রেণির ছাত্র। এ বয়সেই গ্যাং তৈরি করে তারা ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন জনের ওপর হামলার ঘটনায় জড়িত বলে জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব জানায়, আটককৃতরা সবাই চট্টগ্রামের একটি কোচিং সেন্টারের নিয়মিত ছাত্র ছিল। সেখানে থেকে তাদের মধ্যে পরিচয়, একসঙ্গে চলাফেরা ও আড্ডা দেওয়া শুরু হয়। আড্ডা দেওয়ার সময় একটি গ্রুপ তাদের কাজে বাঁধা দিতে থাকে এবং অনেককে মারধরও করে। মূলত এখান থেকেই ‘ডট গ্যাং’ নামে এ গ্রুপটির সৃষ্টি হয়। প্রথম থেকেই গ্রুপটির নেতৃত্ব দিয়ে আসছিল হোসাইনুল আমিন মিম। সে একটি ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করে। সেখানে তাদের কার্যক্রমের বিভিন্ন ছবি ও ভিডিও আপলোড হত। তারা নগরের বিভিন্ন জায়গায় অবস্থান করে ইভটিজিং, ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তাদের গ্রুপে আনুমানিক চল্লিশজন সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সাতজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকিদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমআর/এফকে