রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মেজর (অব.) সাদেক আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

সোমবার বিকেল ৩ টা ৩৫ মিনিটে মৃত্যু হয় সাবেক এ সেনা কর্মকর্তার। আগামীকাল (৭ মার্চ) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানি কবরস্থানে দাফন করা হবে। 

মৃত্যুকালে সাদেক আলী স্ত্রী, কন্যা আমনা আলী, নাতনী সুহা ও জাহা ছাড়া অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি ছিলেন সাবেক মন্ত্রী ও রাষ্ট্রদূত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুইবারের সভাপতি মরহুম তোফাজ্জল আলী ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও সমাজসেবী সারাহ আলীর পুত্র। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী তার স্ত্রী। 

মেজর (অব.) সাদেক আলী ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল ও ঢাকা কলেজ থেকে তার স্কুল ও কলেজ জীবন শেষ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতেই তিনি আর্মি এডুকেশন কোর-এ যোগদান করেন এবং পরবর্তী সময়ে অন্য পেশায় আগ্রহী হয়ে মেজর হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

এছাড়া তিনি ছিলেন গোমতি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক, কসবা টি. আলী কলেজের চেয়ারম্যান। লেবাননের অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এমজে