পবিত্র শবে বরাত আজ। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে বিশেষ এ রাত। পবিত্র লাইলাতুল বরাতের এ রাতে মসজিদে মসজিদে ইবাদতে মশগুল হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

নতুন পাঞ্জাবি পরে সাত বছরের ছেলেকে নিয়ে মসজিদে প্রবেশ করছিলেন ক্রিসেন্ট রোড এলাকার বাসিন্দা হাবিবুর রহমান। আল আমিন মসজিদের প্রবেশমুখেই কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, কাজের চাপের কারণে অনেক সময় জামাতে নামাজ আদায় করতে পারি না। এশার নামাজ পড়ে হুজুরের বয়ান শুনব বলে আগেই চলে এসেছি। সঙ্গে আমার ছেলেও এসেছে। আজ মহান আল্লাহর কাছে অতীতের গুনাহর জন্য ক্ষমা চাইব। আমরা তো গুনাগার, ক্ষমা করার মালিক তিনি।

মিনিট পাঁচেকের দূরত্বে গ্রিন রোডে দুলারা মসজিদ ও তাকওয়াহ মসজিদে গিয়েও দেখা যায়, এশার আজানের আগ থেকেই মসজিদে মুসল্লিরা এসে হাজির হয়েছেন। মসজিদের নিচ তলায় জায়গা না পেয়ে দ্বিতীয় তলায় গিয়ে ইবাদতের জন্য বসছেন মুসল্লিরা।

এশার আজানের পর গ্রিন রোডের এসব মসজিদে মুসল্লিদের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মধ্যে আজ অনেকেই তাড়াতাড়ি কাজ ফেলে এশার নামাজ আদায় করার জন্য চলে এসেছেন।

এশার নামাজের পর মসজিদের ইমামরা লাইলাতুল বরাতের ফজিলত ও আমলের বিষয়ে বয়ান করছেন। চারদিকের মসজিদের মাইকগুলো থেকে বয়ানের শব্দ ভেসে আসছে। দুলারা মসজিদে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় রমজান মিয়ার। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা রমজান দেশের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বরাতের রাত কাটাতে না পারার জন্য মন খারাপ করে বলেন, মাঝখানে একদিন অফিস খোলা থাকায় ছুটি পাইনি। বাবা-মার সঙ্গে এ রাতটা কাটাতে পারলে আরও ভালো লাগত, কিন্তু বৃহস্পতিবার ছুটি না পাওয়ায় বাড়িতে যেতে পারিনি।

আরেক মুসল্লি বলেন, আজ ক্ষমার রাত। আল্লাহ সবাইকে ক্ষমা করে দেক। আমাদের উচিত সবাইর জন্য দোয়া করা, যাতে আল্লাহ সবাইকে মাফ করে দেন।

ফারসি শব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলে লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্যের রাত। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ-অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত ধরেন মুসল্লিরা।

এদিন এশার নামাজের পর থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে মুসল্লিরা রাত জেগে দোয়া-মাহফিলে অংশগ্রহণ করবেন।

এনআই/এফকে