তেজগাঁওয়ের টিসিবি গোডাউনে আগুন
রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১১টা ৫৪ মিনিটে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এআর/কেএ