ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠাল নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদপুর মোস্তফা ফারুককে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ইসি।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের পদ থেকে মোস্তফা ফারুককে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়। তাকে ওইসময় বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হলেও নিয়মিত অফিস করতেন না তিনি।

এসআর/এফকে