অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, তরুণ কবি মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ ‘ভৈরব পাড়ের কন্যা’। এই কাব্যগ্রন্থটি প্রকাশ করছে বেহুলা বাংলা প্রকাশনী।  ভৈরব পাড়ের কন্যা তার রচিত প্রথম কাব্যগ্রন্থ।

কাব্যগ্রন্থ সম্পর্কে কবি জানান, সবার জীবনেই প্রেম, বিরহ, আনন্দ, বেদনা আছে । এই প্রেম হতে পারে প্রকৃতির সঙ্গে, স্রষ্টার সঙ্গে কিংবা স্ত্রীর সঙ্গে। মানুষের সেই অনুভূতিগুলো নিয়ে লেখা হয়েছে এই কাব্যগ্রন্থটি। কবিতাগুলো যদি পাঠকের অনুভূতিকে স্পর্শ করতে পারে, তবে কবি হিসেবে আমার সাধনা সার্থক হবে। 

বইটির নামকরণ বিষয়ে তিনি জানান, দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের কাল্পনিক কোনো এক কন্যাকে কেন্দ্র করে বইটির নামকরণ করা হয়েছে- ‘ভৈরব পাড়ের কন্যা’।

উল্লেখ্য, বইমেলায় আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের পর থেকে বেহুলা বাংলা প্রকাশনীর ৫২১, ৫২২ ও ৫২৩ নং স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও রকমারি ডট কম- এ অর্ডার করে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।

এমটি/ওএফ