ইউএনএইচআরসির জন্য শ্রীলঙ্কার ভোট চাইলেন মোমেন
জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) বর্তমান সদস্য পদে আছে বাংলাদেশ। আগামীতেও সদস্য পদ ধরে রাখতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের কাছে ভোট চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৯ মার্চ) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এ সময় রাজাপাকসের কাছে ভোট চান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য, আগামীতেও সদস্য হতে চাই। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে ভোট চেয়েছি, উনি বলেছেন; তারা আমাদের ভোট দেবেন।
বিজ্ঞাপন
রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যেহেতু আমাদের বন্ধুপ্রতীম দেশ, তারা অবশ্যই আমাদের সাহায্য করবে। মিয়ানমারও তাদের বন্ধু দেশ। আমরা বলেছি, চার বছর হয়ে গেছে একটা রোহিঙ্গাও যায়নি। যদিও মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তারাও বলেছে নিয়ে যাবে কিন্তু নেয়নি। আমি বলেছি, মিয়ানমারের সঙ্গে আপনারা আলাপ করলে ভালো হয়।’
রাজাপাকসের উদ্ধৃতি দিয়ে মোমেন বলেন, ‘তিনি বলেছেন, এটা সিরিয়াস ইস্যু। আমরা আপনাদের পাশে আছি।’
বিজ্ঞাপন
করোনার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ঢাকা সফরে আসায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন।
এর বাইরে কোনো আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন জানান, দেশটির সঙ্গে করা কয়েকটি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সে বিষয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
মোমেন বলেন, ‘ওনার সঙ্গে অত্যন্ত সৌহার্দপূর্ণ আলাপ হয়েছে। আমরা যেটা বলেছি উনি সেটা গ্রহণ করেছেন। সো, উই আর হেপি।’
দুদিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তার সঙ্গে দেশটির শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ন ও গৃহ নির্মাণসামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্যের একটি প্রতিনিধি দল আছেন।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।
এনআই/ওএফ