৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কাজী বোরহান উদ্দিনকে (৩২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৯ মার্চ) র‍্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৭ জানতে পারে যে, হত্যা, বিস্ফোরক ও অগ্নিসংযোগসহ ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কাজী বোরহান উদ্দিন দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন।

তিনি বলেন, এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮) সকালে র‌্যাব-৭ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামি মো. কাজী বোরহান উদ্দিনকে গ্রেফতার করেন। 

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে বোরহান স্বীকার করেছেন যে, তার বিরুদ্ধে ফেনী জেলার দাগনভূঞা থানায় ৯টি মামলা রয়েছে। গ্রেফতার এড়ানোর জন্যই তিনি ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আত্মগোপন করে ছিলেন। তাকে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসি/আরএইচ/ওএফ