প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর বাস্তবায়নের দাবি
প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর বাস্তবায়নের দাবি উঠেছে। শুক্রবার (১৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা-কর্মচারী সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তোলা হয়।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০১৩ সালে নামের ছাড়পত্র ও অর্থ মন্ত্রণালয় থেকে ২০১৩ সালে পদের স্কেল ভেটিং পাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত অধিদফতরটির বাস্তবায়ন হয়নি। অথচ প্রধানমন্ত্রী ২০১৪ সালে প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর বাস্তবায়নের ঘোষণাসহ এর নামফলক উন্মোচন করেছেন। ২০১৫ সালের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাউন্ডেশনের দ্বিতীয় পৃষ্ঠপোষকমণ্ডলীর সভায় প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
তারা দাবি জানিয়ে বলেন, প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর শুধুমাত্র প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বা প্রতিবন্ধী সেবা এবং সাহায্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দাবী নয়, এদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রাণের দাবি। প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর বাস্তবায়িত হলে তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে ননস্টপ সার্ভিস পাওয়া যাবে। তারা সমাজের মূল স্রোতধারায় অধিক মাত্রায় সুযোগ পাবেন। তবে দুঃখের বিষয় হলো, উদ্বোধনের ৭ বছর পরও এটি আলোর মুখ দেখল না। তাই অতি দ্রুত এই অধিদফতরটি বাস্তবায়ন করা হোক।
অনুষ্ঠানে সংসদ সদস্য আরমা দত্ত ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
এমএইচএন/ওএফ/আরএইচ