চলতি মৌসুমে হজযাত্রীদের বিমান ভাড়া নিয়ে সব মহলে ব্যাপক সমালোচনা হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী বছর বিমান ভাড়া‌র বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার (২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) উদ্যোগে আয়োজিত হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন আশ্বাস দেন তিনি। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং হজ যাত্রীদের ফ্লাইট ডেডিকেটেড হওয়ায় বিমানে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয়। তারপরও এটা নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন থেকে টেকনিক্যাল কমিটি গঠন করে বিমান ভাড়া নির্ধারণ করার দাবি উঠেছে। তাই আগামী বছর হজের প্যাকেজ নির্ধারণের আগে ভাড়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলব।

আরও পড়ুন >> এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৬৪০ টাকা 

অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ প্যাকেজ নিয়ে অসন্তোষ আছে। হজের খরচ বাংলাদেশ ও‌ সৌদি অংশে নির্ধারণ হয়। সৌদি অংশের খরচ সব দেশের জন্য সমান। কিন্তু বাংলাদেশের অংশে খরচ বেশি হওয়ার অন্যতম কারণ বেশি বিমান ভাড়া।

তিনি বলেন, আমাদের দাবি ছিল হজের বিমান ভাড়া নির্ধারণ করার জন্য টেকনিক্যাল কমিটি গঠন করার। এটা করতে পারলে বিমানের সঠিক ভাড়া নির্ধারণ করা সম্ভব হতো। বিমান ভাড়া কমলে হজ খরচ কমবে।

আরও পড়ুন >> কোটা পূরণে হজের খরচ আরও বাড়ার ‘ভয়’ দেখাচ্ছে মন্ত্রণালয়

বিমান ভাড়া কমানোর জন্য সব জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি। আশা করছি তিনি মানবিক কারণে এটা দেখবেন।

তিনি বলেন, বিমান ২০২১ ও ২০২২ সালে করোনা‌ ও ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ায়। এবার কেন‌ বিমান ভাড়া বাড়াল। সে ব্যাপারে তাদের কোনো উত্তর নেই।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরআরএফের সহ-সভাপতি ও দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান।

অনুষ্ঠানে আরআরএফের সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীসহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরআরএফের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু। 

এনএম/জেডএস