পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের উপহার সামগ্রী দেওয়ার জন্য ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অর্থ দিয়ে দুস্থদের শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হবে।

ডিএনসিসির ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে। সে হিসাবে প্রত্যেক কাউন্সিলরের জন্য ৫ লাখ টাকা করে বরাদ্দ রয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ক একটি অফিস আদেশ জারি করেন।

মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি প্রদানের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের প্রত্যেক কাউন্সিলরের অনুকূলে ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

জারি করা অফিস আদেশে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, অগ্রিম বরাদ্দকৃত অর্থ বিদ্যমান আর্থিক ও অন্যান্য বিধি এবং পদ্ধতি অনুসরণ করে খরচ করতে হবে। দুস্থদের শাড়ি, লুঙ্গি ক্রয় ও বিতরণ শেষে ভাউচার ও বিতরণের মাস্টাররোল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে হিসাব বিভাগে পাঠাতে হবে। বরাদ্দকৃত অর্থ বর্ণিত ক্রয় ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

এএসএস/এসকেডি