টঙ্গী রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
টঙ্গীর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অজ্ঞাত ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা পথচারী ইমরান বলেন, বিকেলের দিকে টঙ্গী রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি জিআরপি পুলিশকে জানিয়েছি। নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
এসএএ/এসকেডি
বিজ্ঞাপন