খাদ্য বিভাগের ৮ কর্মকর্তাকে বদলি
খাদ্য বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ মোট ৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলির আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা যোগদানের উদ্দেশ্যে ২৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় ২৮ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারীকে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব), নারায়ণগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিনকে সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব), দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুজ্জামানকে বগুড়া (অতিরিক্ত দায়িত্বে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক) এবং বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলামকে দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া কিশোরগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল এহসান ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব), ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. জাহাঙ্গীর আলমকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব), রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. রায়হানুল কবীরকে খাদ্য অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) এবং বান্দরবানের সহকারী খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক) মাহমুদুল হাছানকে ঠাকুরগাঁয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে।
গত ১৮ মার্চ খাদ্য মন্ত্রণালয় থেকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
এসএইচআর/এইচকে