ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মকীর্তি এবং তার অবদানের প্রতি আমাদের জাতির কৃতজ্ঞতা কোনোদিন শেষ হওয়ার নয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে শোক বইতে এ কথা লিখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি আমরা অকৃত্রিম ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। এমন সন্তান যেন এই জাতিতে আবারও জন্মগ্রহণ করতে পারে। 

তিনি বলেন, ওষুধ শিল্পের বিভিন্ন কোম্পানি বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে, সুইজারল্যান্ডে ওষুধ বিক্রি করছে। তাদের (সরকার) কি স্মরণ আছে ডা. জাফরুল্লাহর কী অবদান! বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে বহু অপ্রয়োজনীয় ওষুধ ও সিরাপ খাইয়ে মানুষের কাছ থেকে টাকা নিতো। সেটার বিরুদ্ধে এরশাদ আমল থেকে ওষুধ শিল্পে ডা. জাফরুল্লাহর অবদান এই জাতি কখনো ভুলতে পারবেন না। আমি তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।

এমএইচএন/জেডএস