করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় আরও ১০ দিনের জন্য বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশন বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হাইকমিশন।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান হাইকমিশন। এতে বলা হয়, করোনাভাইরাস বেড়ে যাওয়ার কারণে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত হাইকমিশন বন্ধ থাকবে।

এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে mwdhaka@kln.gov.my এই ই-মেইল অথবা +৮৮ ০১৮ ৪৭০৮ ২৫২৮ এই নাম্বারে ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাবে।

ভিসা সম্পর্কিত তথ্যের জন্য info@osc.visamalaysia.com.bd এবং ভিসা হটলাইনের জন্য +৮৮ ০১৭ ৯২০০ ০৭৬৬ নাম্বারে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে হাইকমিশন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৬৯০ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৭২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

এনআই/জেডএস