ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে নোংরা, বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করার দায়ে সৌরভ চৌধুরী (২৪) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। তিনি পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

রোববার (২১ মার্চ) ভোরে চট্টগ্রাম নগরের উত্তর নালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ঢাকা পোস্টকে বলেন, সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।

পুলিশ জানিয়েছে, গত ১৯ মার্চ ফেসবুকে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে অশালীন মন্তব্য করেন চুয়েটের পুরকৌশল বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী। ‘চুয়েট আড্ডাবাজ’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশটটি ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, রোববার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার উত্তর নালাপাড়ার হাজী ইয়াকুব মঞ্জিল থেকে সৌরভকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়েছে।

এদিকে, মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় সৌরভ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেছে চুয়েট কর্তৃপক্ষ। চুয়েটের ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই অভিযোগে রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল চুয়েট প্রশাসন।

কেএম/ওএফ/আরএইচ