রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল অধিবাসী এবং সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরিতে মোট ১৪৪০ জন বরাদ্দগ্রহীতার মধ্যে ১৩৮১ জনের মাঝে ডিজিটাল পদ্ধতিতে প্লটের আইডি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল)  রাজধানীর আব্দুল গণি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিজিটাল লটারি অনুষ্ঠানে এই আইডিগুলো প্রদান করা হয়। 

রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। 

এ সময় সচিব বলেন, প্লট প্রদানে অধিকতর স্বচ্ছতা নিশ্চিতে এ ডিজিটাল পদ্ধতিতে প্লট আইডি প্রদান করা হবে। এমআইএসটি এ লটারি প্রোগ্রাম পরিচালনা করেছে।

এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরিতে ২০২১ সালে বরাদ্দপ্রাপ্ত ১৪৪০ জন বরাদ্দগ্রহীতার অনুকূলে ডিজিটাল লটারির মাধ্যমে প্লটের আইডি দেওয়ার উদ্যোগ নেয় রাজউক। যার মধ্যে থেকে আজ ১৩৮১ জনকে ডিজিটাল পদ্ধতিতে প্লটের আইডি প্রদান করা হলো।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজউকের সদস্যপর্ষদসহ অন‍্যান‍্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএসএস/এমএ