চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাসে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) পর্যন্ত নগরের টাইগারপাস, আমবাগানসহ বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত ছুরিসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মোবাইলটিও। আহত সিফাত (১৯) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

সাত জনকে গ্রেফতারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ। গ্রেফতাররা হলেন- জাহিদ হোসেন (১৯), সুমন (২০), অন্তর (২০), আশরাফুল (১৯), রাহাত (২২), শাহিন (৫৭) ও মানিক (৩২)।

পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার হওয়া সিফাত নগরের পাহাড়তলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। করোনায় কলেজ বন্ধ থাকায় নগরের লালখান বাজারের একটি দোকানে চাকরি নেন তিনি। গত বৃহস্পতিবার দোকান থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারী জাহিদ ও সুমন পথ রোধ করে সিফাতের মোবাইল ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে সিফাতকে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছিনতাইয়ে জাহিদ ও সুমন সরাসরি অংশ নেয়। অন্তর, আশরাফ ও রাহাত পাহারায় ছিলেন। বাকি দুইজন মোবাইলের লক খোলা ও ছিনতাই হওয়া মোবাইলের ক্রেতা। ঘটনার পর সিফাতের পরিবার চট্টগ্রাম নগরের খুলশী থানায় মামলা করে।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় মো. মানিক ও মো. শাহিনকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে টাইগারপাস, দেওয়ানহাটসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচলনা করে জাহিদ হোসেন, সুমন ওরফে বিল্লা, অন্তর, আশরাফুল ও রাহাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হোসেন ও সুমনের দেওয়া দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ে ব্যবহৃত টিপ ছুরি ডবলমুরিং থানার দেওয়ানহাট সিএসডি গোডাউনের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়।

কেএম/এসএসএইচ