ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে গরমের তীব্রতা। উত্তপ্ত হয়ে পড়েছে দেশের একাধিক এলাকা। দাবদাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যাও বাড়ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের দাপটে যেন টিকে থাকাই কঠিন হয়ে গেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, একাধিক এলাকার গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা (৩৭.১), টাঙ্গাইল (৩৬.৮), ফরিদপুর (৩৬.৭), গোপালগঞ্জ (৩৬.২), রাজশাহী (৩৭), পাবনা (৩৭), খুলনা (৩৬.৫), পটুয়াখালী (৩৬.৪), সীতাকুন্ড (৩৬) ও রাঙ্গামাটি (৩৬ .৫) সহ কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। এছাড়া একাধিক এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কি.মি.। রোববার (২১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৩ শতাংশ। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুন: সারাদেশের আবহাওয়ার খবর। 

একে/এসএসএইচ