রূপপুর পারমাণবিক প্রকল্প কি অনিশ্চয়তায়?
ছবি : সংগৃহীত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
দেশের অর্থনীতি বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে বাড়ছে খেলাপি ঋণ। খেলাপি ও অবলোপন থেকে আদায়ও তেমন হচ্ছে না। আবার ইসলামি ধারার ব্যাংকগুলো থেকে আমানত সরিয়ে নিচ্ছেন গ্রাহকেরা।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
বিজ্ঞাপন
খেলাপি ঋণ বাড়ছে, আছে বৈদেশিক মুদ্রার সংকট
বাংলাদেশের জন্য গত জানুয়ারিতে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণ প্রস্তাব অনুমোদনের শর্তের মধ্যে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে।
বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা বর্তমানে ৩২৪টি। তার মধ্যে কিছু বন্ধ। গত সেপ্টেম্বর পর্যন্ত জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে প্রায় ৪৬ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করেছে।
প্রথম আলো
বাংলাদেশে থাকা জাপানি কোম্পানির ব্যবসা কেমন
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশের নির্মাণ খাতে সর্বোচ্চ পাঁচ কোটি ডলারের বিনিয়োগ করেছে জাপানি কোম্পানি। পোশাক ও বস্ত্র খাতে বিনিয়োগ ৪ কোটি ৮২ লাখ। বিদ্যুৎ খাতে বিনিয়োগের পরিমাণ আড়াই কোটি ডলার।
আরও পড়ুন >>> ক্রমাগত বিদ্যুতের দাম বৃদ্ধি : সমাধান কোথায়?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধে ফের বিকল্প উপায় খুঁজছে সরকার। এই কিস্তি চীনের মুদ্রা ইউয়ানের মাধ্যমে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
কালের কণ্ঠ
ঋণ পরিশোধে ফের বিকল্প উপায় খুঁজছে সরকার
রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ ডলারেই পরিশোধ করার কথা ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় তা সম্ভব হয়নি। পরে রাশিয়ার দেওয়া ঋণের কিস্তির টাকা ফেরত এবং ঠিকাদারদের পাওনা টাকা পরিশোধের উপায় নিয়ে একাধিক বৈঠক হয়।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কঠিন শর্তের ঋণ দেওয়ার প্রস্তাব বাড়ছে উন্নয়ন সহযোগীদের। সম্প্রতি হাওড় উন্নয়নে অনমনীয় শর্তে ঋণ দিতে চাইছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ)।
যুগান্তর
কঠিন শর্তে ঋণের প্রস্তাব বাড়ছে
বর্তমানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের কাছ থেকে চড়া সুদ কিংবা কঠিন শর্তের ঋণ প্রস্তাব আসছে। নিম্ন আয়ের দেশ থেকে উন্নতির দিকে এগিয়ে যাওয়ায় এ ধরনের ঋণ প্রস্তাব দিচ্ছে উন্নয়ন সহযোগীরা।
কোনো ব্যাংক তার বিতরণকৃত মোট ঋণের কত শতাংশ অর্থ বড় গ্রাহকদের দিতে পারবে, তা ব্যাংক কোম্পানি আইন ও কেন্দ্রীয় ব্যাংকের রীতিনীতিতে স্পষ্ট করা আছে। ব্যাংককে অল্প কিছু গ্রাহকের কাছে জিম্মি হয়ে পড়ার হাত থেকে রক্ষা করতেই এমন বিধান করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বণিক বার্তা
রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকই বড় গ্রহীতাদের ঋণ দেয়ার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে
আইন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ব্যাংক তার ঋণ পোর্টফোলিওর ৩৪ শতাংশ পর্যন্ত বড় ঋণ দিতে পারে। যদিও গত বছরের ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের ৪৯ শতাংশই ছিল বড়দের কাছে। আর বড় গ্রাহকদের কাছে গেছে জনতা ব্যাংকের ঋণ পোর্টফোলিওর ৬৯ শতাংশ অর্থ। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ও রূপালী ব্যাংকও বড় ঋণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে।
ইউক্রেনে হামলার কারণে মস্কোকে আরও চাপে ফেলতে চায় ওয়াশিংটন। তারই ধারাবাহিকতায় রাশিয়ার ৮০ প্রতিষ্ঠান ও একক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সমকাল
রূপপুর পারমাণবিক প্রকল্প কি অনিশ্চয়তায় পড়ছে
মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে রোসাটম এক ই-মেইল বার্তায় সমকালকে জানায়, রোসাটমের সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকে প্রভাবিত করবে না। বরং এই প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে রোসাটম।
আরও পড়ুন >>> বিদ্যুৎ সংকট : সমাধান হবে কবে?
চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর নাছির আহমেদকে ২০১৮ সালের ৩০ জুলাই দুই মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।
দেশ রূপান্তর
লোভেই বাড়ছে বদলি সাজা
২০১৮ সালের ৮ জুলাই পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার আসামি দুবাই প্রবাসী স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের হয়ে মো. আবু ইউসুফ নামে এক ব্যক্তির কারাগারে যাওয়ার বিষয়টি সম্প্রতি আলোচনায় আসে।
এছাড়া নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ফিরছে বিএনপি; সিটি নির্বাচনী ফাঁদে পা দেবে না বিএনপি; আ. লীগের দুই বিদ্রোহীর মাঠে নামার প্রস্তুতি; বাড়ছে গ্রামে যাওয়া সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।