যাত্রাবাড়ী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলারপাড় স্কুল গলির ঝিলের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১২টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. আজহার ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। তার পরিচয় শনাক্তের জন্য আমরা সিআইডির ফরেনসিক টিমকে ডেকেছিলাম। মরদেহ পচে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।
তিনি বলেন, এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা সেটি বলতে পারছি না। তার শরীর পচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটির নিরূপণ করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এসএএ/কেএ