আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং। প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনার টেবিলে তুলবে ঢাকা ও থিম্পু।
বিজ্ঞাপন
ভুটানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভুটানের রাজার সম্মানার্থে তিন দিন ঢাকা সফর করবেন লোটে শেরিং। এ সফরে শেরিং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।
বিজ্ঞাপন
সফরের প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সফরে শেরিং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।
সফরের দ্বিতীয় দিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অতিথি হিসেবে জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সেখানে বক্তব্য দেবেন। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজনে নৈশভোজে অংশ নেবেন লোটে শেরিং।
এনআই/এসএসএইচ